চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

অনলাইন ডেস্ক

৮ অক্টোবর, ২০২৫ | ১১:০০ অপরাহ্ণ

স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ আর নেই। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস করেন।

 

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ছিলেন। মহান এ শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

 

উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় এ শিক্ষকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। তার মৃত্যুশোক যাতে শোকাহত পরিবার-পরিজন ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তারা মহান আল্লাহর নিকট দোয়া করেছেন।

 

শোক বার্তায় আরও বলেন, প্রফেসর ড. তোফায়েল আহাম্মদ ছিলেন বাংলাদেশের অন্যতম একজন স্থানীয় সরকার বিশেষজ্ঞ। অনেক গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করে সর্বশেষ তিনি অন্তর্বর্তী সরকারের গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে অধ্যাপনা করেছেন এবং বহু গবেষণাধর্মী গ্রন্থ রচনা করেছেন। এ মেধাবী শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে যে অবদান রেখে গেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

 

উল্লেখ্য, বরেণ্য এ স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ অসংখ্য গুণী শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট