
সারাদেশে ৩৫ হাজার পূজামণ্ডপের অন্তত ৪৯টিতে নাশকতার চেষ্টা হয়েছিল; যা কঠোরভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানের।
কিছু ‘বিচ্ছিন্ন’ ঘটনা ছাড়া দুর্গোৎসব ভালোভাবেই হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার মণ্ডপে মধ্যে ৪৯টি মণ্ডপে কিছু নাশকতাকারী, কাপুরুষ ও অসুস্থ মন মানসিকতার লোক বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করেছে।
“আমরা সে বিষয়ে প্রতিটি ক্ষেত্রেই কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেছি এবং এ পর্যন্ত ১৯ জনেরও বেশি নাশকতাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।”
বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শহিদুর রহমান বলেন, এটি সম্প্রীতির বাংলাদেশ। এদেশ সকল ধর্মের লোকের, নির্দিষ্ট কোনো ধর্মের লোকের জন্য নয়। ১৮ কোটি মানুষের দেশ এটি। এদেশে যে ধর্ম-বর্ণের হোন না কেন, আমরা সবাই সমান অধিকার নিয়ে প্রতিটি ধর্মের অনুষ্ঠানগুলো পালন এবং একে-অপরের সহায়তা করব।
“এখানে বাধা দেওয়ার ও বিঘ্ন ঘটানোর কোনো প্রশ্নই আসে না। যারা বাধা দেয় ও বিঘ্ন ঘটায় তারা আইন ভঙ্গ করে। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি।”
তিনি বলেন, দুর্গাপূজা সফলভাবে আয়োজন করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে একটি প্রচেষ্টা ছিল। বিজয়া দশমীর মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি হবে।
শান্তিপূর্ণ এ আয়োজনে স্থানীয় রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিরাও সহযোগিতা করেছেন বলে জানান র্যাবের এ শীর্ষ কর্মকর্তা।
র্যাব মহাপরিচালক বলেন, আগামীতে আরও ভালোভাবে উৎসবগুলো পালন করতে সক্ষম হব। সেই প্রচেষ্টা এখন থেকেই করছি। কারণ আমরা কোনোভাবেই নাশকতাকারী ও দুষ্কৃতিকারীদের স্থান দিব না। আমাদের যে, ভালোবাসার সম্পর্ক এটি যেন অটুট থাকে।
পূর্বকোণ/পারভেজ