চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সহজেই ভিসা মিলছেনা বাংলাদেশীদের
ফাইল ছবি

সহজেই ভিসা মিলছে না বাংলাদেশীদের

দিন দিন বাড়ছে দুর্ভোগ-বিড়ম্বনা

অনলাইন ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৫৫ অপরাহ্ণ

সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে ভিসা পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতার অভিযোগ উঠেছে। বাংলাদেশি ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য দিন দিন বাড়ছে দুর্ভোগ ও বিড়ম্বনা। বিদেশ ভ্রমণের পরিকল্পনার শুরুতেই ভিসা পাওয়া নিয়ে হিমশিম খাচ্ছেন তারা। ক্রমেই যেন কঠিন হয়ে উঠছে বিষয়টি।

 

ভিসার জটিলতা থেকে শুরু করে হোটেল ভাড়া, নিরাপত্তাহীনতা এবং বিনোদনের অভাব —সব মিলিয়ে ভ্রমণ একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে বলে অনেকেই জানিয়েছেন।

 

ইউরোপ-আমেরিকা-কানাডা তো বটেই, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া এখন সোনার হরিণ হয়ে উঠেছে।

গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয়। দুবাই, কুয়েত, বাহরাইন, ওমান ও কাতারে বন্ধ রয়েছে ভিসা। সর্বদক্ষিণে ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া ভ্রমণ ভিসায় দিয়েছে কঠোর শর্ত।

অনেক দেশ অন অ্যারাইভাল ভিসা সেবাও বন্ধ করে দিয়েছে।

চীনে ভিসা মিললেও বিমানবন্দরে যাচাই-বাছাইয়ে অনেককে ফিরিয়ে দেওয়া হচ্ছে। থাইল্যান্ডে ভিসা পাওয়া গেলেও সময় লাগছে বেশি। মালয়েশিয়ায়ও ইমিগ্রেশনে সন্দেহজনক মনে হলে পর্যটক ফিরিয়ে দেওয়া হচ্ছে।

 

সংশ্লিষ্টরা বলছেন, জুলাই আন্দোলনের পর বাংলাদেশিদের ভিসা পাওয়ার জটিলতা আরও প্রকট হয়েছে। বাড়তি কাগজপত্র, দীর্ঘসূত্রতা ও অনাস্থার কারণে প্রকৃত পর্যটকরাও বিপাকে পড়ছেন।

 

সব মিলিয়ে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ক্রমেই কঠিন চ্যালেঞ্জে পরিণত হচ্ছে। স্বপ্নে থাকা বিশ্বভ্রমণ, সুযোগ-সুবিধার অভাবে এখন ফিকে হয়ে যাচ্ছে।

 

এই খাতের বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে গিয়ে অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা, ভুয়া ডকুমেন্টেশনের মাধ্যমে আবেদন, অনেক দেশের নিজস্ব পরিকল্পনায় পরিবর্তনসহ নানা কারণে বাংলদেশিদের ভিসা আবেদন বাতিল বা ভিসা রিজেকশন হওয়ার সংখ্যা বেড়েছে।

 

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেছেন, ভিসা দেওয়া কিংবা না দেওয়ার সম্পূর্ণ এখতিয়ার সংশ্লিষ্ট দেশের। তবে একটি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সোর্স কান্ট্রির সঙ্গে সম্পর্কও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যার ধরন কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই নির্ধারণ হয়।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে, ভিসা ইস্যুতে বিভিন্ন দেশ তাদের মতো করে সিদ্ধান্ত নেয়। তবে বাংলাদেশের নাগরিকদের কর্মী, শিক্ষাসহ যেকোনো ভিসা পাওয়ার ক্ষেত্র নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট