
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণ ‘যথেষ্ট শক্তিশালী’ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই যে নির্বাচন হবে, সে বিষয়ে বিএনপি ‘নিশ্চিত’।
বাসস লিখেছে, শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয়বারের মত বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে বক্তৃতা করেন নোবেলজয়ী ইউনূস। অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গী হন মির্জা ফখরুল। সেখান থেকে ফিরে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
নজিরবিহীন এক অভ্যুত্থানের মধ্যে দিয়ে নবযাত্রার পর সংস্কারের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের এক বছরের অভিযাত্রার চিত্র বিশ্বসভায় তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে এসে তিনি বললেন, “আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমরা নিরবচ্ছিন্নভাবে নাগরিকবান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি।”
প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়ে বিএনপি নেতা ফখরুল বলেন, “ভাষণ যথেষ্ট শক্তিশালী ছিল। সাম্প্রতিক দিনগুলোতে তিনি (অধ্যাপক ইউনূস) এসব বিষয় বারবার উল্লেখ করছেন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কোনো সন্দেহ নেই। আমরা নিশ্চিত যে নির্বাচন ফেব্রুয়ারি ২০২৬-এই হবে।”
ইউনূসের ভাষণে সরকারের সংস্কার কর্মসূচি ও জাতীয় ঐক্য উভয়ই প্রতিফলিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা তার ভাষণে নিঃসন্দেহে সেই উদ্দেশ্যের কথাই বলেছেন, যার ভিত্তিতে তাদের সরকার গঠিত হয়েছিল।
“দ্বিতীয়ত, তারা এমন সময়ে দায়িত্ব নিয়েছিলেন যখন গণঅভ্যুত্থানের পর দেশে শূন্যতা তৈরি হয়েছিল। রাজনৈতিক দল ও শিক্ষার্থীরা একসঙ্গে তাদের সেই দায়িত্ব দিয়েছিল।”
পূর্বকোণ/এএইচ