চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সব বাহিনী মোতায়েন থাকবে নির্বাচনে: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম সার্কিট হাউসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী

সব বাহিনী মোতায়েন থাকবে নির্বাচনে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:৪১ অপরাহ্ণ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আসন্ন সংসদ নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ সব বাহিনী মোতায়েন থাকবে।’ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের সব জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হবে বলে আমরা আশা করছি। কোনও জায়গায় বড় কোনও সমস্যা নেই। দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান, এ জন্য এর পবিত্রতা রক্ষা করা জরুরি। আমি অন্য ধর্মের মানুষদেরও অনুরোধ করছি, তারা যেন সহযোগিতা করেন- যাতে পূজার আয়োজন শান্তিপূর্ণভাবে হয় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা পায়।’

 

তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জনগণই নির্বাচনের মূল শক্তি, জনগণ যখন নির্বাচনমুখি হয়ে যাবে, তখন সেটি কেউ আটকাতে পারবে না।’
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট