
দৈনিক সংগ্রাম পত্রিকার সাবেক সম্পাদক আবুল আসাদের ওপর হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাবি সভাপতি এ এস এম আল সনেটকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর বেইলি রোড থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির সন্দেহে ছাত্রদের নির্যাতন, বিরোধী রাজনৈতিক আন্দোলন দমন, সংবাদপত্র কার্যালয়ে হামলা ও পত্রিকার সম্পাদককে মারধরের অভিযোগ রয়েছে।
বিষয়টি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির ডিসি মিডিয়া তালেবুর রহমান।
অভিযোগ রয়েছে, সনেট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক শিক্ষার্থীকে ‘শিবির ট্যাগ দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। গত বছরের জুলাই মাসে চলমান ছাত্র আন্দোলনের বিরুদ্ধে প্রকাশ্য সমাবেশ ও পাল্টা মিছিলের নেতৃত্ব দেন সনেট। এমনকি আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তবে শুধু ক্যাম্পাস নয়, সনেটের বিরুদ্ধে সংবাদপত্রের উপর সরাসরি হামলাও করেন তিনি। দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করেন তিনি। এ সময় পত্রিকার সম্পাদক আবুল আসাদকে টেনে-হিঁচড়ে অফিস থেকে বের করেন তিনি।
সনেট ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন- খিলক্ষেত থানা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আইনুল আসিফ (২৬), যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১১ নং বাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নিছার আলী (৫৫), ঢাকা মহানগর সূত্রাপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও সূত্রাপুর থানা ৪৪ নং ওয়ার্ড বেগমগঞ্জ ইউনিট আওয়ামী লীগ সহ-সভাপতি মো.আমিনুল হক ফয়সাল (৪৫), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. আকাশ (২৫), ঢাকা মহানগর দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক মো.মুরসালিন তালুকদার (৩৪), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. রিপন (৩৮), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিসুর রহমান (৫৭), বরগুনা জেলার আমতলী উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি, আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. মাহবুবুল ইসলাম (৩৪), বরগুনা জেলা আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য নুসরাত জাহান লিমা (৪৬), ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এস এম আল সনেট (৩৬), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. বেলাল হোসেন তুহিন (২৯), মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাস (৫৭) ও তিতুমীর কলেজ শাখা সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি অভিমন্যু বিশ্বাস অভি (৩৫)।
পূর্বকোণ/পারভেজ