চট্টগ্রাম শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

২৫ দিনে রেমিট্যান্স এল দুই বিলিয়ন ডলার
ফাইল ছবি

১৩ দিনে প্রবাসী আয় এলো ১৩০ কোটি ৬০ লাখ ডলার

অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:০৪ অপরাহ্ণ

এই মাসের (সেপ্টেম্বর) প্রথম ১৩ দিনে প্রবাসী আয় এসেছে ১৩০ কোটি ৬০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৯০০ কোটি টাকা (প্রতি ডলার ১২১ দশমিক ৭৫ টাকা হিসাবে)।  

 

এই পরিমান আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬ শতাংশ বেশি। আগের বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে প্রবাসী আয় এসেছিল ১১৫ কোটি ডলার।

 

রোববার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে আসা প্রবাসী আয় আগের মাস আগস্টের প্রথম ১৩ দিনে আসা আয়ের চেয়েও বেশি। আগের মাস আগস্টের ১৩ দিনে প্রবাসী আয় এসেছিল ১০৪ কোটি ১৯ লাখ ডলার।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ডলার। রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২ কোটি ডলার।  

 

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৬ কোটি ৮৭ লাখ ১০ হাজার ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ লাখ ৭০ হাজার ডলার।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট