চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

দেড় মাসে টাইফয়েড টিকার নিবন্ধন ৮৯ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:৩৩ অপরাহ্ণ

আগামী ১২ অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের দেওয়া হবে টাইফয়েড টিকা।

রোববার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘এই প্রথম সরকারিভাবে প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। এরই মধ্যে ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেড় মাসে নিবন্ধন করেছে ৮৯ লাখ ২৭ হাজার শিশু।

অনলাইনে নিবন্ধন, টিকা কেন্দ্রে সুযোগ টিকা গ্রহণে আগ্রহীদেরকে অনলাইনে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে https://vaxepi.gov.bd/registration/tcv এই ঠিকানায়। প্রয়োজন হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর।’

নিবন্ধনের পর পাওয়া যাবে একটি ডিজিটাল টিকা কার্ড, যা নিয়ে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করা যাবে।

তবে যেসব শিশুর জন্ম নিবন্ধন সনদ নেই, তাদের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। নির্ধারিত টিকা কেন্দ্রেই করা যাবে নিবন্ধন। যাদের বয়স ৯ মাস পূর্ণ হয়েছে, তবে ১৫ বছর পূর্ণ হয়নি- এই বয়সসীমার মধ্যেই যারা রয়েছে, কেবল তারাই এই টিকার জন্য উপযুক্ত।

মহাপরিচালক জানান, টাইফয়েড একটি জলবাহিত রোগ এবং শিশুদের মধ্যে এটি অনেক বেশি দেখা যায়। বছরে বছর ৮ হাজার মারা যার এর মধ্যে ৬ হাজার শিশু। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট