
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাদ মাগরিব মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে সংগঠনটি বিজিএমইএ ভবনে আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এতে প্রাক্তন প্রথম সহ-সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান পোশাকশিল্পের প্রয়াত সকল মালিকদের রুহের মাগফিরাত কামনা, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া কামনা করেন।
সভায় বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি ও বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুস সালাম বলেন, এ বছরের ঈদে মিলাদুন্নবী (সা.) অন্য বছরের চেয়ে আলাদা। কারণ বছরটি আল্লাহর প্রিয় রাসুলের ১৫০০তম জন্মবার্ষিকী। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন রাহমাতুল্লিল আলামিন। তিনিই প্রথম বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন।
আলোচনা সভায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহামন বলেছেন, মহান আল্লাহ প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.)-কে বিশ্ব মানবতার মুক্তির দিশারি হিসেবে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহর প্রদত্ত পবিত্র কোরআন ও রাসুলে করিম (সা.)’র সুন্নাহ্ যথাযথভাবে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণের মাধ্যমে মানবজাতির জন্য দুনিয়া ও পরকালের কল্যাণ নিহিত রয়েছে। হয়রত মোহাম্মদ (সা.) বিশ্ব মানবতার জন্য যে অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, তা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে।
এতে বক্তব্য রাখেন বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালকবৃন্দ সাইফ উল্ল্যাহ মনসুর ও এনামুল আজিজ চৌধুরী।
ধর্মবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান কাজী শফিকুল ইসলাম (টিটু)’র সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র ধর্মবিষয়ক স্থায়ী কমিটির উপদেষ্টা ও প্রাক্তন পরিচালক মো. এমদাদুল হক চৌধুরী, বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক, এএম শফিউল করিম (খোকন), কমিটির কো-চেয়ারম্যান ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ ইছা সহ বিপুল সংখ্যক পোশাকশিল্পের মালিকবৃন্দ।
ধর্মবিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান ওয়াদুদ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কমিটির চেয়ারম্যান কাজী মো. শফিকুল ইসলাম (টিটু)।
মাহফিলে পোশাকশিল্পের প্রয়াত মালিক-শ্রমিক-কর্মচারীদের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থদের রোগমুক্তি কামনাসহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগরীর কল্পলোক আবাসিক এলাকার মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ উল্লাহ মুজাফফর। শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ