চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

ডাকসুতে ছাত্রদলের পরাজয়ের কারণ সম্পর্কে যা বললেন জুলকারনাইন সায়ের

ডাকসুতে ছাত্রদলের পরাজয়ের কারণ সম্পর্কে যা বললেন জুলকারনাইন সায়ের

অনলাইন ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৪০ অপরাহ্ণ

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেছেন, ছাত্রশিবিরের ডাকসুতে বিপুল জয়ের জন্য আমি বিএনপির সেই নেতাকে অভিনন্দন জানাই, যিনি ছাত্রদলকে দেখাশোনার দায়িত্বে রয়েছেন। তার ম্যাজিকেই দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদলকে পেছনে ফেলে অনেক দূরে চলে গেছে ছাত্রশিবির।
৫ আগষ্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র-রাজনীতির ছকটাই যে উল্টে গেছে, সেটা সম্ভবত নানা বানিজ্যে (পোস্টিং, পদোন্নতী এ জাতীয়) ব্যস্ত এই নেতাটির শক্ত খুলি ভেদ করতে পারেনি। তাই তো তিনি ছাত্রদলকে ব্যবহার করেছেন নিজের রাজনৈতিক প্রভাব টিকিয়ে রাখতে ।
গত এক বছরে ছাত্রদলের প্রধান কাজ ছিল শত শত কমিটি গঠন, আর সবাই জানত সেই কমিটিগুলোতে কোন পদের বাজারমূল্য কত? শিবির শিক্ষার্থীদের মন জিতেছে বাস্তব সমস্যার সমাধান করে—টিউশন, ভাতা, এমনকি নিত্যদিনের নানা ভোগান্তির অবসান পর্যন্ত শিবিরের নিখুঁত পরিকল্পনার অংশ ছিল। ছাত্রদলের তা ছিল না, এবং কোন পরিকল্পনার আগ্রহও তার ছিলো বলে কখনো মনে হয়নি।
যখন শিবিরের কর্মসূচি ছিল নতুন ও সৃজনশীল, তখন ছাত্রদলের ছাউনি ছিল নিরানন্দ ও একঘেয়ে। শিবিরের অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা এসেছে, ছাত্রদলের সভা জমেছে শুধু দলীয় লোক দিয়ে। শিবির দেখিয়েছে সততা, ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব হেঁটেছে ক্ষমতা আর অর্থের পিছনে। শিবির সম্মান করেছে যোগ্যতাকে, ছাত্রদল পুরস্কৃত করেছে অন্ধ আনুগত্যকে। কেবল একজন বিএনপি নেতা যেন গোটা দলের ভবিষ্যৎ ধ্বংস করার নীল নকশা এঁকে ফেলেছেন, তিনি এমনকি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামকেও নিয়ন্ত্রণ করেন। নিজ ব্যর্থতা ঢাকতে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বকে ভুল বোঝালেন যে ডাকসু নির্বাচনে নাকি জালিয়াতি হয়েছে, তাই হারতে হয়েছে।
যদি ছাত্রদলকে এখনই এই মাফিয়া-ধাঁচের নেতাটির কবল থেকে মুক্ত না করা হয়, তাহলে ছাত্রদল তো বটেই, পুরো বিএনপিই ভয়াবহ বিপদের মুখে পড়বে। ছাত্রদলের দরকার নতুন মুখ— যারা মেধাবী, পরিশ্রমী এবং প্রতিদ্বন্দ্বীদের বুদ্ধিমত্তায় হার মানাতে প্রতিজ্ঞাবদ্ধ।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট