
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। তিনি বলেছেন, এই নির্বাচনে জয় বা পরাজয় বলে কিছুই নেই; এই নির্বাচনে জয় হয়েছে জুলাইয়ের প্রজন্ম, আকাঙ্খাা এবং সর্বোপরী এই বিদ্যাপীঠের শিক্ষার্থীদের।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসুর ফল ঘোণার পর, সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত প্যানেলের ভিপি পদে নির্বাচিত সাদিক কায়েম তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন।
তিনি বলেছেন শিক্ষার্থীদের প্রত্যাশাই তাদের প্রত্যাশা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন ভিপি নির্বাচিত সাদিক কায়েম।
প্রতিদ্ব্ন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির। ভিপি পদে শিবিরের সাদিক কায়েম পেয়েছেন মোট ১৪,০৪২ ভোট। জিএস পদে শিবিরের এসএম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
সাদিক কায়েম বলেন, “ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। এবং এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা, শহীদদের, আকাঙ্খা বিজয়ী হয়েছে।”
বক্তব্যের এই পর্যায়ে তিনি প্রথমেই স্মরণ করেছেন আওয়ামী লীগ সরকারের পতন ঘটনা জুলাই আন্দোলনে শহীদদের।
তিনি বলেন, যাদের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি. একই সাথে আমরা স্মরণ করছি।
পূর্বকোণ/ইবনুর