চট্টগ্রাম শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

সিমেন্ট খাতে বাংলাদেশ ও পাকিস্তানের সহযোগিতা বাড়াতে প্রতিনিধিদলের বৈঠক

অনলাইন ডেস্ক

৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১:০১ অপরাহ্ণ

সিমেন্ট উৎপাদন ও আমদানিতে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তির বিনিময় বাড়াতে সম্প্রতি বাংলাদেশ সফর করেছে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। এ সফরে দুই দেশের সরকারি সংস্থা, ব্যবসায়ী সংগঠন ও সিমেন্ট খাতের শীর্ষ উদ্যোক্তারা অংশ নেন। আলোচনায় সিমেন্ট খাতে সহযোগিতার নতুন দিক উন্মোচনের ওপর জোর দেয়া হয়।

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে ছিলেন বিসিএমএ সভাপতি ও প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল হক, বিসিএমএর সাবেক সভাপতি ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তাফা কামাল, বিসিএমএর প্রথম সহ-সভাপতি ইমরান করিম, কোষাধ্যক্ষ মাশিউর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য অভিমন্যু সাহা এবং নির্বাহী পরিচালক শংকর কুমার রায়।

পাকিস্তানের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন নোমান খট্টক মাইনস অ্যান্ড মিনারেলসের ইঞ্জিনিয়ার আওরঙ্গজেব খান, নাদিম এন্টারপ্রাইজেসের মালিক ফারুক ইকবাল, খাদিম ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক তামুর আকবর, কেএনকে প্রাইভেট লিমিটেডের ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান ইফতিখার এ আওয়ান এবং নাবিল মার্বেলের মালিক নাবিল আহমেদ।

বৈঠকে আলোচনার প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের নির্মাণ খাতের চাহিদা পূরণে পাকিস্তানি সিমেন্ট উৎপাদনের কাঁচামাল আমদানি সহজ করা, সিমেন্ট উৎপাদন কারখানায় যৌথ বিনিয়োগ ও অংশীদারিত্বের সুযোগ অনুসন্ধান, উৎপাদন দক্ষতা বাড়াতে প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়ন এবং খরচ কমাতে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য প্রক্রিয়া সহজীকরণ।

উভয় পক্ষ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে প্রস্তাবিত উদ্যোগগুলোর অগ্রগতি পর্যবেক্ষণে একটি যৌথ কার্যকরী দল গঠনে সম্মত হয়।—বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট