চট্টগ্রাম শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

৩০ অক্টোবরের মধ্যে ১০টির বেশি সিম ডি-রেজিস্টার করতে হবে
ফাইল ছবি

৩০ অক্টোবরের মধ্যে ১০টির বেশি সিম ডি-রেজিস্টার করতে হবে

অনলাইন ডেস্ক

৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১:৩৮ অপরাহ্ণ

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করা যাবে। আগে একজনের নামে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের নিয়ম ছিল।  তা পরিবর্তন করে ১০টিতে সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেজন্য আগামী ৩০ অক্টোবরের মধ্যে একজন গ্রাহকের নামে ১০টির বেশি নিবন্ধিত সিম ডি-রেজিস্টার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

কমিশনের নির্দেশনা মতো, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

 

বিটিআরসি সূত্রে জানা গেছে, যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, তাদের অতিরিক্ত সিমগুলো অবশ্যই আগামী ৩০ অক্টোবর মধ্যেই ডি-রেজিস্টার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা করা না হলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট