চট্টগ্রাম শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১

অনলাইন ডেস্ক

২১ আগস্ট, ২০২৫ | ৬:২৯ অপরাহ্ণ

দেশজুড়ে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১০ জন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সর্বশেষ একদিনে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন রোগী। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৮২ জনে। আর এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১০ জন।

সর্বশেষ মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং ২ জন রাজশাহী বিভাগে অবস্থান করছিলেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায়ই ১৫৪ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদফতর।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট