
জামিন পেলেন সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কারাগারের জেলার এ কে এম মাসুম।
তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ছিলেন। বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি কারামুক্ত হয়েছেন। সেখান থেকে আমাদের কারারক্ষীরা চলে গেছেন।’
জেলার জানান, ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে ১২টি মামলা ছিল। সবগুলো থেকে তিনি জামিন পেয়েছেন। সবশেষ পল্টন থানায় করা মামলা থেকে আজ জামিন পান তিনি।
গত বছরের ২৭ অক্টোবর গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে।
পূর্বকোণ/এএইচ