
তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (১৩ আগস্ট) স্থানীয় সময় বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
১১ আগস্ট মালয়েশিয়া সফরে যান প্রধান উপদেষ্টা। ওই দিন রাত ৭টা ৫০ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছালে তাঁকে লাল গালিচা সংবর্ধনা, গান স্যালুট ও গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময় মালয়েশিয়ার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা ছাড়ার আগে সেদিন দুপুরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন।
সফরের দ্বিতীয় দিনে কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ড. ইউনূস। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রম, শিক্ষা, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পরে দুই দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং ৩টি এক্সচেঞ্জ অব নোটস স্বাক্ষরিত হয়। এর মধ্যে শ্রম ও কর্মসংস্থান, উচ্চশিক্ষা বিনিময়, হালাল পণ্য ও সেবা খাতের উন্নয়ন, প্রতিরক্ষা সহযোগিতা এবং নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্রে অংশীদারত্বের বিষয় রয়েছে।
মালয়েশিয়ায় অবস্থানকালে ড. ইউনূস দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন। ডিগ্রি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের সরকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। এই লক্ষ্যেই আমরা কাজ করছি। তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন।
সফরের সময় ড. ইউনূস মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও মতবিনিময় করেন। তিনি তাঁদের সমস্যার কথা শোনেন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলাপের কথা জানান।
সরকারি সূত্র জানায়, সফরে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতাগুলো বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরের মধ্যে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। বিশেষ করে শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।
আজ বিকেলে দেশে ফেরার পথে কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানায় মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ঢাকায় পৌঁছানোর পর তিনি সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন বলে জানা গেছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ