চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের গাড়ির বাজারে আলোড়ন ফেলেছে মিতসুবিশি এক্সপ্যান্ডার
ফাইল ছবি

বাংলাদেশের গাড়ির বাজারে আলোড়ন ফেলেছে মিতসুবিশি এক্সপ্যান্ডার

অনলাইন ডেস্ক

১১ আগস্ট, ২০২৫ | ৫:৫৮ অপরাহ্ণ

নির্ভরযোগ্য জাপানি প্রযুক্তি, আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা এবং দেশীয় উৎপাদনের গর্ব – এই তিনের সমন্বয়ে বাংলাদেশের গাড়ির বাজারে আলোড়ন সৃষ্টি করেছে মিতসুবিশি এক্সপ্যান্ডার। গাজীপুরের বড় ভবানীপুরে অবস্থিত র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর অত্যাধুনিক কারখানায় জাপানি প্রযুক্তি ও মান বজায় রেখে দেশেই অ্যাসেম্বল হচ্ছে এই গাড়ি। ফলে, গাড়ির দাম সাধ্যের মধ্যে থাকার পাশাপাশি হয়ে উঠেছে দেশিয় অটোমোবাইল সেক্টরের সক্ষমতার এক অনন্য উদাহরণ।

 

দৈনন্দিন ব্যবহার হোক অথবা ছুটির দিনের পারিবারিক ভ্রমণ, উভয় ক্ষেত্রেই মিতসুবিশি এক্সপ্যান্ডার সমান কার্যকর। এসইউভি গাড়ি হলেও এর উন্নত গঠনশৈলী ও বৈশিষ্ট্য যাত্রায় স্বাচ্ছন্দ্য এনে দিবে। চট্টগ্রামের ব্যস্ত সড়ক হোক কিংবা গ্রামের উঁচু নিচু মাটির পথ, এর ২২০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও ৫.২ মিটারের টাইট টার্নিং রেডিয়াস যেকোন রোড কন্ডিশনে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করবে। এতে ব্যবহৃত হয়েছে মিতসুবিশির ১.৫ লিটার মাইভেক ইঞ্জিন, যা ১০৫ হর্সপাওয়ার এবং ১৪১ নিউটন মিটার টর্ক সরবরাহ করে। উন্নত ও সর্বাধুনিক সাস্পেনশন সিস্টেম ও শব্দ-কম্পন শোষণ প্রযুক্তির কারণে প্রতিটি যাত্রা হয় আরামদায়ক।

 

মিতসুবিশি এক্সপ্যান্ডারের ইন্টেরিয়র বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। গাড়ির তিন সারিতে মোট সাতটি আসন আছে। প্রতিটি সারিতে স্বাচ্ছন্দ্যে বসার জন্য পর্যাপ্ত বুট স্পেস আছে। ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, সেকেন্ড রো এসি ভেন্ট, ৩৬০ ডিগ্রী ক্যামেরা, স্মার্টফোন লিংকড ১০.৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে (প্রিমিয়াম ভার্শন), প্রতি সারিতে চার্জিং সুবিধা ইত্যাদি উন্নত ফিচারগুলো ব্যবহারকারীদের এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে।

 

নিরাপত্তার জন্য আছে উন্নত ‘রাইজ’ বডি স্ট্রাকচার, ডুয়াল এয়ারব্যাগ, পথচারী-বান্ধব বাম্পার, কী-লেস এন্ট্রি’র মতো ফিচারস। গাড়ি কিনলে থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি এবং দুই বছরে বিনামূল্যে ছয়টি সার্ভিস সুবিধা। চট্টগ্রামের ক্রেতাদের কথা বিবেচনা করে মিতসুবিশি জিইসি ক্রসিং সংলগ্ন শহীদ আব্দুল হামিদ রোডের র‍্যানকন অ্যার্কেডে (১) একটি আধুনিক সেলস সেন্টার রয়েছে, যেখানে ক্রেতারা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত গাড়ি দেখা, বুকিং এবং বিক্রয়োত্তর সেবা গ্রহণ করতে পারবেন।

 

বর্তমানে মিতসুবিশি এক্সপ্যান্ডারের ৪টি ভিন্ন ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে এবং প্রতিটি ভ্যারিয়েন্ট গ্রাহকের ভিন্ন ভিন্ন পছন্দের কথা বিবেচনা করে ডিজাইন করা হয়েছে। প্রথমটি, বেস মডেল এক্সপ্যান্ডার ক্লাসিক, যার দাম শুরু হচ্ছে ৩৪ লক্ষ টাকা থেকে। দ্বিতীয়টি, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, লেদার-র‌্যাপড ইন্টেরিয়র, রুফ রেইল এবং ইনবিল্ট উইন্ডো শেডযুক্ত এক্সপ্যান্ডার প্রিমিয়াম, যার দাম শুরু হচ্ছে ৩৫.৫০ লক্ষ টাকা থেকে। তৃতীয়টি, এলপিজি ট্যাংকযুক্ত ভ্যারিয়েন্ট এক্সপ্যান্ডার ইকো, যা অকটেন ও এলপিজি উভয় জ্বালানিতে চলবে, যার দাম শুরু হচ্ছে ৩৫ লক্ষ টাকা থেকে। চতুর্থ ভ্যারিয়েন্টটি হলো বডি কিট, স্পোর্টি লুক ও স্পোর্টি ফিচারযুক্ত এক্সপ্যান্ডার স্পোর্ট, যার দাম শুরু ৩৬.৫০ লক্ষ টাকা থেকে। বর্তমানে জেট ব্ল্যাক মিকা, গ্রাফাইট গ্রে মেটালিক ও হোয়াইট পার্ল – এই ৩টি রঙে গাড়িটি পাওয়া যাচ্ছে। এছাড়া, আগামীতে আরও কিছু নতুন রঙ বাজারে আনার মিতসুবিশির পরিকল্পনা রয়েছে।

 

মিতসুবিশি এক্সপ্যান্ডার এখন আর কেবল একটি গাড়ি নয়, বরং হয়ে উঠেছে আধুনিক জীবনযাত্রার সাথে স্বাচ্ছন্দ্যের প্রতীক। দেশীয়য়ভাবে অ্যাসেম্বল হওয়ায় এটি ব্যবহারে আলাদা সন্তুষ্টিও রয়েছে। নিজ দেশে তৈরি এমন একটি আন্তর্জাতিক মানের গাড়ি হয়ে উঠুক দেশের প্রতিটি পরিবার ও গন্তব্যের সঙ্গী।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট