চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

তারেক রহমানই হবেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তারেক রহমানই হবেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

৯ আগস্ট, ২০২৫ | ৮:৪৬ অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি বিজয়ী হয়, তাহলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন।

 

শনিবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিল সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

 

মির্জা ফখরুল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ভবিষ্যৎ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন। তার স্ত্রী জুবাইদা রহমান একজন পরিচিত চিকিৎসক, যিনি এখান থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

 

তিনি বর্তমান সরকারের স্বাস্থ্য ও ওষুধ নীতির কঠোর সমালোচনা করে বলেন, সরকারের কিছু নীতি ও আইন ওষুধ শিল্পের জন্য বিপদ ডেকে আনছে।

 

ড্যাবের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য কাউন্সিলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে দুই প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছিল।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট