চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

হেলিকপ্টারের আদলে বেলুন উড়িয়ে ‘শেখ হাসিনার পলায়ন’ উদযাপন

হেলিকপ্টারের আদলে বেলুন উড়িয়ে ‘শেখ হাসিনার পলায়ন’ উদযাপন

অনলাইন ডেস্ক

৫ আগস্ট, ২০২৫ | ৭:৩৩ অপরাহ্ণ

তখন দুপুর ২টা ২৫ মিনিট, একসাথে আকাশে উড়ল ‘হেলিকপ্টারের আদলে’ শতাধিক বেলুন। সঙ্গে হাজারো মানুষের কণ্ঠে স্লোগান ওঠে- ‘পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে’।

 

এভাবেই মানিক মিয়া এভিনিউয়ে বেলুন উড়িয়ে, স্লোগানের ধ্বনিতে সাবেক প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার পলায়ন’ মুহূর্তটি উদযাপন করা হয়।

 

অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিনটির রাষ্ট্রীয় উদযাপন হচ্ছে মঙ্গলবার। গান, কনসার্ট, ড্রোন শোসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও সংসদ সচিবালয় যৌথভাবে। এই অনুষ্ঠানমালা সবার জন্য উন্মুক্ত।

 

এই আয়োজনেই বিকালে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে ঢাকায় লোকসমাগম ঘটাতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট