
বাংলাদেশে সাম্প্রতিক গণ-অভ্যুত্থনের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই দায়ের হয়েছে শত শত মামলা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, গত ১১ মাসে পুলিশের বিরুদ্ধেই দায়ের হয়েছে ৭৬১টি মামলা, আসামি ১১৬৮ জন। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৬১ জন পুলিশ সদস্য।
সোমবার (৪ আগস্ট) ঢাকার মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।
‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যদিও কিছু বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে কার্যকর জবাবদিহির ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে।
টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম দাবি করেন, ছাত্র ও সাধারণ মানুষের উপর হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সারা দেশেই মামলা হয়েছে। মোট মামলা ১৬০২টি, যার মধ্যে ৬৩৮টি হত্যা মামলা। তার দাবি, সাবেক সরকারের অন্তত ৮৭ জন মন্ত্রী ও সাংসদ এখন গ্রেফতার রয়েছেন।
তিনি আরও জানান, মামলাগুলোর ৭০ শতাংশে তদন্তে ‘সন্তোষজনক অগ্রগতি’ দেখা যাচ্ছে। ৬০ থেকে ৭০টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২৭টি মামলার বিচারকাজ শুরু করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়ে বিচার শুরু হয়েছে বলেও জানান তিনি।
শাহজাদা জানান, গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের হওয়া প্রায় সব ‘হয়রানিমূলক মামলা’ ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ