চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

শেখ হাসিনার রায় সরাসরি দেখবে গোটা বিশ্ব
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক

৩ আগস্ট, ২০২৫ | ১:৩১ অপরাহ্ণ

জুলাই-অগাস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামীর বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

 

রবিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য শুরু করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্প্রচার করছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি।

 

মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বিচার চলছে প্রধান দুই আসামীর অনুপস্থিতিতেই।

 

এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি হলেও তিনি অপরাধের দায় স্বীকার করে নেওয়ায় মামলার রাজসাক্ষী হিসেবে বিবেচিত হয়েছেন।

 

গত ১০ই জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে পাঁচটি অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ৩রা আগস্ট এবং সাক্ষ্যগ্রহণের জন্য ৪ঠ্ আগস্ট দিন ঠিক করা হয়।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট