চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সারাদেশের ১০২ জন এসিল্যান্ডকে প্রত্যাহার, সবাই বিসিএস ৩৭তম ব্যাচের
ফাইল ছবি

সারাদেশের ১০২ জন এসিল্যান্ডকে প্রত্যাহার, সবাই বিসিএস ৩৭তম ব্যাচের

অনলাইন ডেস্ক

৩০ জুলাই, ২০২৫ | ৭:০৯ অপরাহ্ণ

সরকার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত ১০২ জন সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে। এরা সবাই বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তা।

 

বুধবার (৩০ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

উল্লেখ্য, সহকারী কমিশনাররা (ভূমি) এসিল্যান্ড হিসেবেই বেশি পরিচিত।

 

তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে এসিল্যান্ডের দায়িত্ব থেকে তুলে আনার সিদ্ধান্ত হয়েছে। সে জন্য ধাপে ধাপে তাদের এসিল্যান্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট