
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থেকে মহিউদ্দিন (৩৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে থানার ৫ নম্বর ব্রিজ সংলগ্ন হাশেম ম্যানশনের একটি কক্ষের ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মহিউদ্দিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ