চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

হামজার পর প্রিমিয়ার লিগ ক্লাবে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
ফারহান আলী

হামজার পর প্রিমিয়ার লিগ ক্লাবে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

অনলাইন ডেস্ক

২৫ জুলাই, ২০২৫ | ৭:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের পথচলা শুরু হয়েছিল ২০১৩ সালে জামাল ভূঁইয়াকে দিয়ে। এরপর এসেছেন তারিক কাজী। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে জাতীয় দলে টানার পর বাংলাদেশি বংশোদ্ভুত খেলোয়াড়দের নিয়ে চাহিদা এখন তুঙ্গে। সম্প্রতি শামিত সোম ও ফাহামেদুল ইসলাম যোগ দিয়েছেন। এবার কি তাহলে ফারহান আলী ওয়াহিদও যুক্ত হতে যাচ্ছেন সেই তালিকায়! বাংলাদেশি বংশোদ্ভুত এই লেফট উইঙ্গার সম্প্রতি প্রিমিয়ার লিগ ক্লাব ফুলহামের সঙ্গে প্রথমবার পেশাদার চুক্তি করেছেন।

 

ফারহান চেলসি থেকে ফুলহামের অনূর্ধ্ব-১৩ দলে যোগ দেন। ১৮ বছর বয়সী এই উইঙ্গার গত মৌসুমে চোটের কারণে পুরোটা খেলতে পারেননি। তবে ফিরে ২০টি অনূর্ধ্ব-১৮ ম্যাচে সাত গোল ও চার অ্যাসিস্ট করেছেন।

 

গত মৌসুমে ফারহান অনূর্ধ্ব-২১ দলে অভিষিক্ত হন। প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে পিএসভির বিপক্ষে ৪-৪ গোলে ড্রয়ের ম্যাচে বদলি নেমে গোলও করেন তিনি।

ইংল্যান্ডে জন্ম নেওয়া ফারহানের মা-বাবা দুজনেই বাংলাদেশি। তবে তাদের জন্মও ইংল্যান্ডে। এখন দেখার অপেক্ষা এই ১৮ বছর বয়সী উইঙ্গারের পা বাংলাদেশে পড়ে কি না!

 

পেশাদার চুক্তির পর ফারহান বলেছেন, ‘আমি এই অনুভূতি বলে বোঝাতে পারব না। ফুটবল খেলা শুরুর পর থেকে এই মুহূর্তের জন্য আমি পরিশ্রম করে যাচ্ছি। এখন আমি সেই জায়গায়, অসাধারণ অনুভূতি।’

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট