চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আর্থিক সহায়তা চেয়ে পোস্টটি সরিয়ে নিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

অনলাইন ডেস্ক

২২ জুলাই, ২০২৫ | ৫:১৯ অপরাহ্ণ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ চেয়ে একটি পোস্ট দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা দুইটার কিছু পর পোস্টটি প্রকাশিত হয়।

এতে লেখা ছিল, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যাঁরা অর্থ সাহায্য করতে চান, তাঁরা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন। হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, চলতি হিসাব নম্বর-০১০৭৩৩০০৪০৯৩, সোনালী ব্যাংক লি., প্রধান উপদেষ্টার কার্যালয় করপোরেট শাখা।’

এ সময় একই বার্তা প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করেন তাঁর সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

তবে পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই প্রশ্ন তোলেন, একটি ভয়াবহ রাষ্ট্রীয় দুর্ঘটনার পর সরকার নিজে বরং ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা নিশ্চিত করবে—এটাই স্বাভাবিক প্রত্যাশা। অথচ বরং সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য চাওয়া কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়।

একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন, “বাচ্চাদের চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা টাকা চাচ্ছেন! এটা শুনে স্তব্ধ হয়ে গেছি।”

আরেকজন লিখেছেন, “একদিন পার হতে না হতেই সরকার জনসাধারণের কাছে ক্রাউড ফান্ডিংয়ের আবেদন করছে—এই পরামর্শটা কে দিয়েছে জানতে ইচ্ছে করছে।”

প্রতিক্রিয়ার ঝড় ওঠার পর দুপুরের মধ্যেই প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়। তবে এটি কেন সরানো হলো, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। উল্লেখ্য, পোস্টটি এখনো প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়ে গেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট