চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

উত্তরা দুর্ঘটনাস্থলে বিএনপি নেতারা, বার্ন ইনস্টিটিউটে মির্জা ফখরুল
বিমান বিধ্বস্তের ঘটনায় ঘটনাস্থলে গেছে বিএনপি এবং আমরা বিএনপি পরিবারসহ একাধিক সংগঠনের প্রতিনিধি দল

উত্তরা দুর্ঘটনাস্থলে বিএনপি নেতারা, বার্ন ইনস্টিটিউটে মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

২১ জুলাই, ২০২৫ | ৭:২৬ অপরাহ্ণ

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ঘটনাস্থলে গেছে বিএনপি এবং আমরা বিএনপি পরিবারসহ একাধিক সংগঠনের প্রতিনিধি দল। সোমবার (২১ জুলাই) ঘটনার পর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতারা সরেজমিন পরিদর্শন করেন। এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের খোঁজ নিতে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বিএনপির মিডিয়া সেল জানায়, দলটির একাধিক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে স্বেচ্ছাসেবকের কাজ করছেন।

 

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের খোঁজ নিতে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

 

সোমবার দুপুর সোয়া ১টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ১৯ নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট