চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সুস্থ আছেন জামায়াতের আমির: আতাউর রহমান

সুস্থ আছেন জামায়াতের আমির: আতাউর রহমান

অনলাইন ডেস্ক

১৯ জুলাই, ২০২৫ | ৭:৪০ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকার।

 

শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম হুয়াট্স এপে পাঠানো এক খুঁদে বার্তায় তিনি এই তথ্য জানান।

 

মুহাম্মদ আতাউর রহমান সরকার জানান, ‘আলহামদুলিল্লাহ আমীরে জামায়াত সুস্থ আছেন। আসরের নামাজ জামায়াতের সাথে আদায় করেছেন। পেশার, সুগার স্বাভাবিক আছে। হাসপাতালে চেকআপ চলছে। দোয়ার দরখাস্ত।’

 

আরেক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ লিখেন, ‘আলহামদুলিল্লাহ! আমীরে জামায়াত সুস্থ আছেন, স্বাভাবিক আছেন।’

 

এর আগে সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে পড়ে যান ডা. শফিকুর রহমান। এ সময় উঠে দাঁড়িয়ে ফের বক্তব্য দিতে গেলে দ্বিতীয়বারও পড়ে যান তিনি। পরে স্টেজে বসে বক্তব্য দেন জামায়াতের আমির।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট