
বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের দুবাই চট্টগ্রাম ফ্লাইট বিজি-১৪৮ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গতকাল বুধবার রাত থেকে গ্রাউন্ডেড হয়ে পড়ে আছে।
এটি একটি বোয়িং ৭৮৭-৯ সুপরিসর ড্রিমলাইনার এয়ারক্রাফট যা ২৯৮ জন যাত্রী বহনে সক্ষম। বিমানটি দুবাই ল্যান্ড করেছিল বুধবার রাত ১০-৫০ টায়।
বিজি-১৪৮ ফ্লাইটে ২৭৫ জন যাত্রী ছিলেন যার মধ্যে ৫৫ জন ঢাকার যাত্রী ছাড়া বাকীরা চট্টগ্রামের যাত্রী ছিলেন। ফ্লাইটটি বুধবার দিবাগত রাতে অর্থাৎ বৃহস্পতিবার ১৭ জুলাই রাত ১২-০৫টায় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর ১ নম্বর টার্মিনাল থেকে ৪ ঘন্টা ৫৫ মিনিট উড়ে আজ বৃহস্পতিবার ১৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ০৭-০০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। এখন এটি প্রায় ৩০ ঘণ্টা বিলম্বে আগামীকাল আমিরাত সময় সকাল ০৫-৩০টায় চট্টগ্রামের উদ্দেশে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা আছে।
ফ্লাইটটির বিজনেস ক্লাসের যাত্রী আবুধাবি প্রবাসী আবাসান ব্যবসায়ী চট্টগ্রামের পটিয়া প্রবাসী মোহাম্মদ আবুল বাশর দৈনিক পূর্বকোণকে জানান দেশে যাওয়ার জন্য বুধবার রাত আটটায় তিনি আবুধাবি থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেই থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি এবং বিমানের নারী-শিশু প্রবীণসহ নানা বয়সের যাত্রীরা যারপরনাই দুর্ভোগের মধ্যে এখনো দুবাই আটকা পড়ে আছেন।
তিনি বলেন, বুধবার রাত ১২-০৫টায় তাদের মূল ফ্লাইটটি ছিল। তারা বোর্ডিং পাস পেয়ে বিমানে ওঠার জন্য অপেক্ষমান ছিলেন। প্রথমে বিমান থেকে তাদের জানানো হয় যে ফ্লাইটের এক ঘন্টা বিলম্ব হবে। এক ঘন্টা পর দ্বিতীয় দফায় বলা হয় যে,ফ্লাইট ছাড়বে রাত ০৩-০০টায়। এ সময়ও ফ্লাইট ছাড়া না হলে বিমানের দুবাই এয়ারপোর্টে কর্মরত একজন দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি তাকে একটি ভিডিও ক্লিপ দেখিয়ে জানান যে এয়ারক্রাফটটির একটি চাকায় সমস্যা দেখা গেছে। ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বেলা ২-০০টা থেকে ০২-৩০টার মধ্যে নতুন চাকা দুবাই এসে পৌঁছালে তা লাগানো হবে। এরপর বিকেল ০৪-৩০ টার দিকে তা চট্টগ্রামের উদ্দেশে দুবাই ত্যাগ করবে।
বিমান এর দুবাই স্টেশন ম্যানেজার পিএম দস্তগীর পূর্বকোণকে জানিয়েছেন, এমিরেটস এয়ারলাইনস কিছু সীমাবদ্ধতার কারণে ঢাকা থেকে তাদের ফ্লাইটে বিমানের টায়ারটি আনতে পারেনি। তাই এখন আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২-৪৫ টায় বিমানের ঢাকা দুবাই রেগুলার ফ্লাইট বিজি-১৪৭ যোগে তা দুবাই আনা হচ্ছে। এরপর কার্গোর/কাস্টমসের কিছু ফর্মালিটির পর তা এয়ারক্রাফটটিতে প্রতিস্থাপন করা হবে। এবং শুক্রবার আমিরাতের সময় সকাল ৫-৩০ টায় তা চতুর্থ দফা বিলম্বের পর চট্টগ্রামের উদ্দেশে দুবাই ত্যাগ করবে।
স্টেশন ম্যানেজার বলেন, হেভি লোড নেয়ার কারণে বিমানের চাকায় বাতাসের স্ফীতি কমতে বা ডিফ্লেট (Deflate) হতে পারে। এয়ারক্রাফটটি সুপরিসর বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফট এবং বিমানের ফ্লীটের অপেক্ষাকৃত নতুন মাত্র ৩/৪ বছরের পুরনো। এটি আমাদের টরেন্টো,য়্যুরোপের গন্তব্যেই বেশি যায়। চাকা ডিফ্লেট হওয়ার এ ধরণের কোন সমস্যা আগে হয়েছে কি না এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, মঙ্গলবারই এই এয়ারক্রাফটটিকে দুবাই থেকে ক্লিয়ার করেছি,তখনো কোন সমস্যা দেখা দেয়নি।
বিমানের দুবাই স্টেশন ম্যানেজার জানিয়েছেন চাকাটি প্রতিস্থাপনের সব পূর্ব প্রস্তুতি আমরা সম্পন্ন করে রেখেছি। ওটা হাতে এলেই আমরা কাজ শুরু করব,বেশি সময় লাগবে না। তখন তার কাছে জানতে চাওয়া হয় তাহলে কি আরো কিছু আগে ফ্লাইট ছাড়া যেত না? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন অনেক সময় নানা কারণে ফ্লাইট ডিলে হতে পারে তাই আমরা হাতে কিছু সময় রেখেছি। পিএম দস্তগীর জানান বিমান যাত্রীদের সবাইকে হোটেল দেয়া হয়েছে কেবল ১২ সদস্যের একটি পরিবার নিজে থেকেই হোটেলে যেতে চানিনি তারা ভিজিটর্স লাউঞ্জেই থেকে গেছেন।
পূর্বকোণ/বাপ্পী/আরআর