চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ
উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা

প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ

অনলাইন ডেস্ক

১০ জুলাই, ২০২৫ | ৭:৫৪ অপরাহ্ণ

বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা থাকার কারণে অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন করার বিষয়টি প্রচলিত ছিল। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধন করার সেই নির্দেশনা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। 

 

প্রেস উইং জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১৬ বছরের স্বৈরতান্ত্রিক শাসনামলে সরকারি কর্মকর্তাদের তাকে ‘স্যার’ বলে সম্বোধন করতে একটি নির্দেশনা জারি করা হয়। এই অনুশীলনটি অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যে প্রসারিত হয়েছিল, যারা ‘স্যার’ নামে পরিচিত ছিলেন এবং এখনও আছেন, যা স্পষ্টতই অস্বাভাবিক। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে নির্দেশনাটি বাতিল করেছে।

 

প্রেস উইং জানায়, উপদেষ্টা পরিষদ মন্ত্রিপরিষদের জারি করা অন্যান্য বিস্তৃত প্রোটোকল নির্দেশাবলি পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছে। প্রোটোকল নির্দেশনা ও সম্মাননা পর্যালোচনা এবং উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য এক মাসের মধ্যে যথাযথ সংশোধনের সুপারিশ প্রদানের জন্য জ্বালানি, সড়ক ও রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট