চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮ ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

অনলাইন ডেস্ক

১০ জুলাই, ২০২৫ | ২:১৬ অপরাহ্ণ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর অর্থাৎ, ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ৩ শতাংশ। সে হিসাবে পাসের হার অনেক কমেছে।

 

এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ- ৫ দুটি কমেছে। এবার জিপিএ ফাইভ ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। গত বছর জিপিএ ফাইভ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে এসএসসি ও সমমানের পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়।এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষাবোর্ডগুলো আলাদা আলাদা ভাবে ফল প্রকাশ করছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট