
অনলাইন ডেস্ক
২২ এপ্রিল, ২০২৫ | ১১:১৭ অপরাহ্ণ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৮ শতাংশ দিয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে প্রকাশিত আইএমএফ-এর ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এ পূর্বাভাসের পাশাপাশি আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত হবে বলে বলা হয়েছে।
আইএমএফ-এর এই প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরে বাংলাদেশের মূল্যস্ফীতি ১০ শতাংশ থাকবে। গত দুই বছর ধরে বাংলাদেশের অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুসারে, গত মার্চে দেশের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৩৫ শতাংশ এবং গত এক বছরে গড় মূল্যস্ফীতি ১০.২৬ শতাংশ।
এদিকে, চলতি অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় গত কিছুদিন আগে তার জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে ৫.২ শতাংশ নির্ধারণ করেছে। এর আগে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩.৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।
বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বসন্তকালীন সভা ২১ এপ্রিল শুরু হয়েছে, যা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। বাংলাদেশের ১৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল এই যৌথ সভায় অংশ নিচ্ছে, যার নেতৃত্বে আছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সভা চলাকালে বাংলাদেশকে প্রতিশ্রুত আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
| যোহর শুরু | ১১ঃ৪১ |
| আসর শুরু | ৩ঃ৩২ |
| মাগরিব শুরু | ৫ঃ১৩ |
| এশা শুরু | ৬ঃ২৭ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৫ |
| সুর্যোদয় | ৬ঃ১৫ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।

