চট্টগ্রাম সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

অনলাইন ডেস্ক

৪ এপ্রিল, ২০২৫ | ৬:২২ অপরাহ্ণ

রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

পোস্টে উল্লেখ করা হয়, মিয়ানমার ১৮০,০০০ উদ্বাস্তুর প্রথম তালিকা দিয়ে যোগ্য রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে শুরু করেছে। ৪ এপ্রিল ব্যাংককের থাইল্যান্ডে, মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে, বাংলাদেশে আশ্রিত ৮০০,০০০ রোহিঙ্গাদের তালিকা থেকে তারা মিয়ানমারে ফিরে যাওয়ার যোগ্য ১৮০,০০০ রোহিঙ্গাকে সনাক্ত করেছে। ২০১৮-২০ সালে ছয়টি ব্যাচে মূল তালিকা দিয়েছে বাংলাদেশ। আরও ৭০ হাজার রোহিঙ্গাদের চূড়ান্ত যাচাইয়ের জন্য তাদের ছবি ও নামের অতিরিক্ত তদন্ত বাকি আছে। ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সামিট ছাড়াও মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শেউ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এর উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে শুক্রবার এ তথ্য জানান।
এটি প্রথম এমন নিশ্চিত তালিকা যা রোহিঙ্গা সঙ্কটের দীর্ঘদিনের সমাধানে একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে।
মিয়ানমার কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে মূল তালিকার বাকি ৫৫০,০০০ রোহিঙ্গাদের যাচাইয়ের কাজ দ্রুত ভিত্তিতে নেওয়া হবে। বৈঠকে উচ্চ প্রতিনিধি মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং বলেন, দুর্যোগাক্রান্তদের জন্য বাংলাদেশ আরো মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট