চট্টগ্রাম সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

৩ এপ্রিল, ২০২৫ | ২:৫২ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের সাতখামাইরে একটি ট্রেনের বগিতে আগুন ধরে গেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে।

 

আগুন লাগা বগিটিকে অন্যান্য বগি থেকে আলাদা করে ফেলা হয়েছে। আপাতত ওই পথে ট্রেন চলাচল বন্ধ আছে।

 

ট্রেনের যাত্রী মো. ইসমাইল হোসেন জানান, শ্রীপুর থেকে ছেড়ে আসার পর সাতখামাইর রেলস্টেশনের কাছাকাছি ট্রেনের একটি বগিতে (পাওয়ার কার) হঠাৎ আগুন দেখা যায়। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ট্রেন সেখানে থামানো হয়।

 

প্রসঙ্গত, পাওয়ার কারে যাত্রী থাকেন না।

 

শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. সাইদুর রহমান জানান, মহুয়া কমিউটার ট্রেনের বগিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট