চট্টগ্রাম শনিবার, ২২ মার্চ, ২০২৫

সর্বশেষ:

ঢাবির অ্যালামনাই চট্টগ্রামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বিজ্ঞপ্তি

১৯ মার্চ, ২০২৫ | ১০:০১ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, চট্টগ্রামের ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও মানবতার কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে চট্টগ্রামের বিভিন্ন সরকারী, আধা-সরকারী, সায়ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইগণকে এ আহবান জানানো হয়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, চট্টগ্রামের সভাপতি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মহাব্যবস্থাপক মোরশেদ হোসাইন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি সিটি কলেজের আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব এলাহী।

 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা চৈতির উপস্থাপনায় অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন অ্যালামনাই উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, জনজীবনে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এনায়েত বাজার মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক রোটারিয়ান ফাতেমা জেবুন্নেছা, হামদ ও নাথ পরিবেশেন করেন বিশিষ্ট রবীন্দ্র শিল্পী মশিউল আলম খান এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিজাম উদ্দিন।

 

ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজ গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ সোবহান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা হাকিম উল্লাহ। মাহফিলে সদ্য প্রয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত সকলের আত্মার শান্তি কামনা এবং সকল শিক্ষক-শিক্ষার্থীর জীবনের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট