নির্বাচন কমিশনকে (ইসি) ১০ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর তথ্য দেবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন। সরকারের সঙ্গে সমঝোতা স্বাক্ষরের ভিত্তিতে ইসিকে এ তথ্য দিবে সংস্থাটি।
বুধবার (১৯ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।
এনআইডি ডিজি বলেন, ইউএনএইচসিআর -এর কাছে যে তথ্য আছে সেটা আমরা এবং সরকারও চাচ্ছে। সরকারের সঙ্গে একটা চুক্তি হয়েছে। সে অনুযায়ী রোহিঙ্গাদের তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে ইউএনএইচসিআর। এই ডাটা আমরা কীভাবে পেতে পারি তা নিয়েই আলোচনা হয়েছে। এটা চূড়ান্ত হয়েছে ডাটাগুলো নির্বাচন কমিশনে থাকবে।
এনআইডি মহাপরিচালক বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। রোহিঙ্গারা আমাদের সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করছে। যত দ্রুত এই ডাটা পাবো তত সুবিধা হবে। আমাদের সুবিধা বহুমাত্রিক। রোহিঙ্গাদের ঠেকাতে আর কোনো কষ্ট করতে হবে না। কেননা, আমরা ডাটা দেব ওই ডাটার সঙ্গে মিলে গেলেই বুঝবো রোহিঙ্গা। সুতরাং এটা আমাদের প্রথমেই কাজে লাগবে। তাদের সঙ্গে বৈঠকে পাসপোর্টের বিষয়টাও আলোচনা এসেছে। পাসপোর্টে আমাদের এনআইডিটি ইউজ করে। যদি এনআইডি আমরা ক্লিন করতে পারি তাহলে রোহিঙ্গা শনাক্তে কনফরটেবল হবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ