চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

সোনার সর্বোচ্চ দাম, প্রতি ভরি ১ লাখ ৪৫ হাজার টাকা

অনলাইন ডেস্ক

১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০২ অপরাহ্ণ

আজ শনিবার দেশের বাজারে সোনার দাম আরও এক দফা দাম বেড়েছে। এবার ভরিতে বাড়ছে সর্বোচ্চ ২ হাজার ৯৯ টাকা।

 

ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা। যা আগামীকাল থেকে কার্যকর হবে। এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে সর্বশেষ ২৯ জানুয়ারি সোনার দাম বেড়েছিল।

 

আগামীকাল রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকায় বিক্রি হবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১৮ হাজার ৫৪১ টাকায় বিক্রি হবে। সনাতন–পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৭ হাজার ৪৭৬ টাকা।

 

আজ শনিবার পর্যন্ত ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকায়। প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩৬ হাজার ৩০৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৬ হাজার ৮২৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৯৬ হাজার ১৮ টাকায় বিক্রি হয়েছে।

 

রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৯৯৪ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৭১৪ টাকা এবং সনাতন–পদ্ধতির সোনায় ১ হাজার ৪৫৮ টাকা বাড়বে।

এদিকে বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম ২ হাজার ৮০০ ডলার স্পর্শ করেছে। মূলত এই বৃদ্ধির কারণে দেশেও সোনার দাম বেড়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট