২১তম বিসিএস অল ক্যাডার ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব ড. মো. মিজানুর রহমান। যুগ্ম আহ্বায়ক (সাধারণ সম্পাদক) হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পূর্ণাঙ্গ এ কমিটি গঠন করা হয়৷
পূর্ণাঙ্গ এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন যথাক্রমে- অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ঢাকা মো. আজমল হোসেন; ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সাঈদ মোহাম্মদ আসাদুজ্জামান; ডিএমপির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রিয়াজুল হক; কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং এ্যাকাডেমির মহাপরিচালক একে এম নুরুল হুদা আজাদ; অতিরিক্ত কর কমিশনার শেখ শামীম বুলবুল; জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তৌফিক ইমাম; জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সায়ীদ মেহবুব উল কাদির; শহীদ বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি কলেজ, হাজারীবাগ এর সহযোগী অধ্যাপক মুনসী হুমায়ুন কবির (হিমু); জাতীয় নিউরোসাইন্স ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমি; গণপূর্ত অধিদপ্তরের (ঢাকা) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খান; আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ কমান্ডার (কুমিল্লা) মো. মাহবুবুর রহমান; এবং গণপূর্ত অধিদপ্তরের (ঢাকা) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আফসার উদ্দিন।
কমিটিতে সদস্য হয়েছেন যথাক্রমে- প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী; পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা; জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মো. আব্দুল্লাহ হাক্কানী; পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি নাছিমা আক্তার; জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শেখ জিয়ারাত ইসলাম, বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আমজাদ হোসেন; কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর এর কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ; ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সোবহান, ডিএমপির অ্যাডিশনাল ডিআইজি মুহাম্মদ মাহবুবুর রহমান; ময়মনসিংহ রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. আবুল কালাম আজাদ; আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ কমান্ডার (বরিশাল) মো. আসাদুজ্জামান গনি; দুয়ারীপাড়া সরকারি কলেজ, মিরপুর এর সহযোগী অধ্যাপক আবু সাইদ মোহা. ফিরোজজামান; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সোহেল শামসুদ্দীন ফিরোজ, ডা. আয়েশা আফরোজ চৌধুরী, সহযোগী অধ্যাপক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং আনন্দ মোহন কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।
পূর্বকোণ/পিআর