বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ শুক্রবার। ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর আগে ৮ জানুয়ারি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে নয় মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লি হয়ে ঢাকায় ফেরেন।
১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন হয় মুজিবের।
শেখ মুজিব পাকিস্তান থেকে ছাড়া পান ১৯৭২ সালের ৭ জানুয়ারি ভোররাতে, ইংরেজি হিসেবে ৮ জানুয়ারি। এদিন বঙ্গবন্ধু ও ড. কামাল হোসেনকে বিমানে তুলে দেওয়া হয়। সকাল সাড়ে ৬টায় তারা পৌঁছান লন্ডনের হিথরো বিমানবন্দরে। ব্রিটেনের বিমান বাহিনীর একটি বিমানে করে পরদিন ৯ জানুয়ারি দেশের পথে যাত্রা করেন তিনি।
১০ জানুয়ারি সকালেই তিনি নামেন দিল্লিতে। সেখানে ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সমগ্র মন্ত্রিসভা, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য অতিথি ও সেদেশের জনগণের কাছ থেকে সংবর্ধনা লাভ করেন শেখ মুজিবুর রহমান। তিনি ভারতের নেতৃবৃন্দ এবং জনগণের কাছে তাদের কৃতজ্ঞতা জানান।
এদিন দুপুর ১টা ৪১ মিনিটে তিনি ঢাকা এসে পৌঁছেন। লাখ লাখ মানুষ ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত তাকে সংবর্ধনা জানান। বিকেল পাঁচটায় রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০২৪ সাল পর্যন্ত দিনটি ঘটা করে পালন করা হয়েছে। এদিকে, আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ১০ জানুয়ারি উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা, শীতবস্ত্র ও খাদ্য বিতরণ এবং আলোচনা সভার ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে আওয়ামী লীগ ফেসবুক পেজে ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ১৪ ও ১৬ ডিসেম্বর আলোচনা সভার কর্মসূচি দিলেও তা পালন করতে দেখা যায়নি। রাজধানীর জিরো পয়েন্টে বিক্ষোভের কর্মসূচি দিলেও মাঠে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের।
পূর্বকোণ/মাহমুদ