চট্টগ্রাম বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ডিবিতে ‘আয়নাঘর-ভাতের হোটেল’ থাকবে না: উপদেষ্টা

অনলাইন ডেস্ক

৬ জানুয়ারি, ২০২৫ | ৭:০০ অপরাহ্ণ

আইনশৃঙ্খলা বাহিনীর বহুল আলোচিত বন্দিশালা ‘আয়নাঘর’ কিংবা ডিবির ‘ভাতের হোটেলের’ অস্তিত্ব বর্তমানে নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “এখন আয়নাঘর বলতে কোনো কিছু নাই। এখানে আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না; এখানে কোনো ভাতের হোটেল থাকবে না।”

 

সোমবার দুপুরে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ ওঠে, সেইসব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে ‘আয়নাঘর’। তুলে নেওয়া সেই সব মানুষদের কেউ কেউ বহু দিন পর পরিবারের কাছে ফিরে বীভৎস নির্যাতনের বিবরণ দিলেও অনেকের খোঁজ এখনও মেলেনি। বিভিন্ন বাহিনীর আওতাধীন এমন আয়নাঘরের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত ‘গুম তদন্ত কমিশন’।

 

আওয়ামী লীগ আমলেই ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ তার কার্যালয়ে অভিযোগ নিয়ে আসা মানুষদের ভাত খাইয়ে হয়েছিলেন তুমুল আলোচিত ও বিতর্কিত। ডিবি কার্যালয়কে ‘ভাতের হোটেল’ হিসেবে আলোচিত করা এই কর্মকর্তা রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে পলাতক রয়েছেন।

 

অন্তর্বর্তী সরকার গঠনের ৫ মাসের মাথায় সেই ডিবি কার্যালয় পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘আয়নাঘর ও ভাতের হোটেল’ প্রসঙ্গ টেনে বললেন, “ডিবি সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করবে না, তাদের জ্যাকেট পরতে হবে এবং আইডি কার্ড শো করতে হবে। তারা আইনের বাইরে কোনো কাজ করবে না। আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি, তারা যেন না করে।”

 

ডিবি কার্যালয়ে আইনশৃঙ্খলার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশে যেভাবে আছে, এটা থেকে কীভাবে আরও উন্নতি করা যায়- আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক, কিন্তু এটা আরও উন্নতি করার অবকাশ রয়েছে। এ ব্যাপারে আলোচনা হয়েছে।”

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রচুর ছিনতাইকারী ধরা পড়ছে। ছিনতাইয়ের সংখ্যা বেড়ে গেছে, অস্বীকার করব না। কিন্তু ধরা হচ্ছে প্রচুর।”

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট