চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

অভিনেতা প্রবীর মিত্র রাজধানীর হাসপাতালে মারা গেছেন

অনলাইন ডেস্ক

৫ জানুয়ারি, ২০২৫ | ১১:১৬ অপরাহ্ণ

বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। সংকটাপন্ন অবস্থায় তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

 

রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সওদাগর। আগামীকাল সোমবার (৬ জানুয়ারি) বাদে জোহর বিএফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে  তাকে দাফন করা হবে।

 

গত ১৩ দিন ধরে প্রবীন অভিনেতা প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শরীরে অক্সিজেন-স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয়।

 

উল্লেখ্য, ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘‘ডাকঘর’’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট