চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

লার্নিং সোর্স নেটওয়ার্ক ঢাকা শিক্ষাবোর্ড থেকে অনুমোদন লাভ করেছে

বিজ্ঞপ্তি

৫ জানুয়ারি, ২০২৫ | ৯:৪১ অপরাহ্ণ

সম্প্রতি বিখ্যাত ব্রিটিশ কারিকুলাম পরীক্ষার বোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ক (এলআরএন) ঢাকা শিক্ষা বোর্ড থেকে বাংলাদেশে ব্রিটিশ কারিকুলাম পরীক্ষার বোর্ড হিসেবে অনুমোদন পেয়েছে।

 

গত ২৬ ডিসেম্বের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা এক অফিস আদেশের মাধ্যমে এলআরএন এর আন্তর্জাতিক জিসিএসই এবং এএস বা এ লেভেল সার্টিফিকেটগুলোকে বাংলাদেশে আনুষ্ঠানিতকভাবে স্বীকৃতি দেয়। এলআরএন থেকে পাশকৃত শিক্ষার্থীরা বাংলাদেশের যেকোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্য শিক্ষার্থীদের ন্যায় ভর্তি হওয়ার সুযোগ পাবে।

 

এলআরএন এর জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন, যার মাধ্যমে এলআরএন বাংলাদেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গণে উচ্চ শিক্ষার জন্য সগৌরবে এগিয়ে যেতে পারবে।

 

এলআরএন এর প্রধান নির্বাহী ড. মুহাম্মদ তারিক এলআরএন বাংলাদেশের ঐতিহাসিক এই অর্জন নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমরা ঢাকা শিক্ষাবোর্ড থেকে এই স্বীকৃতি পেয়ে গর্বিত, যা এলআরএন এর একাডেমিক শক্তি ও বৈশ্বিক মর্যাদার প্রমাণ। এই অনুমোদনটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিনাবাধায় আন্তর্জাতিক শিক্ষা অর্জনের সুযোগ উন্মক্ত করেছে।

 

লার্নিং রিসোর্স নেটওয়ার্ক (এলআরএন) একটি শীর্ষস্থানীয় ব্রিটিশ পুরস্কারপ্রাপ্ত সংস্থা যা বিশ্বব্যাপী আধুনিক একাডেমিক ও পেশাদার যোগ্যতার জন্য পরিচিত।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট