বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রবিবার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান। তিনি বলেন, ‘আমার কাছে অনেকেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়ে জানতে চাচ্ছেন। ঘোষণাপত্র নিয়ে সরকার কাজ করছে। এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।’
আগামী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণা দেওয়ার দাবির বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বলেছি, কয়েকদিনের মধ্যে এই ঘোষণা দেওয়া হবে। আমাদের কাজ চলমান।’
সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তে গতি বেড়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। আশা করছি, পিবিআই ভালো কিছু করতে পারবে, তারা প্রচুর শ্রম দিচ্ছে।’
পূর্বকোণ/আরআর/পারভেজ