চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৫ জানুয়ারি, ২০২৫ | ৩:৩৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

 

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক জানান, আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তারের কথা শুনেছি। তবে বিস্তারিত এখনই বলতে পারছি না।

 

লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ২০২৪ সালের জানয়ারিতে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

 

তবে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হন তিনি। লতিফ বিশ্বাস ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট