গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে তিনজন খুনের মামলায় মাওলানা সাদপন্থি এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে শনিবার রাত সোয়া ৯টায় গ্রেপ্তার করা হয় বলে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান।
গ্রেপ্তার মো. শফিউল্ল্যাহ্ (৪৬) ঢাকার মুগদা বড় মসজিদের খতিব। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া থানার ডগরী এলাকায়।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। তারা গাজীপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শফিউল্লাহ মামলার ৯ নম্বর আসামি।
১৭ ডিসেম্বর রাতে ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়ের পন্থিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও দুই পক্ষের শতাধিক লোক আহত হন।
পূর্বকোণ/এএইচ