চট্টগ্রাম সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কাণ্ডারিবিহীন দক্ষিণ জেলা বিএনপি, নতুন কমিটিতে আগ্রহী নন সুফিয়ান

মোহাম্মদ আলী

৪ জানুয়ারি, ২০২৫ | ১২:৪২ অপরাহ্ণ

গত চার মাসের বেশি সময় ধরে কা-ারিবিহীন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। কোন ধরনের কমিটি ছাড়াই চলছে জেলা বিএনপির কার্যক্রম। এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ আর হতাশা।

 

তবে বিএনপির একটি সূত্র বলছে, যে কোন সময় ঘোষণা হতে পারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি। এ কমিটি ঘোষণা ঘিরেই চলছে নানা আলোচনা। নতুন কমিটিতে কারা আসছেন, কিংবা কারা বাদ পড়ছেন, এ নিয়েও সরব দলের তৃণমূল নেতাকর্মীরা। কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব পদে ইতোমধ্যে ১৫ জনের নাম শোনা যাচ্ছে। এর বাইরেও বিভিন্ন সময়ে আরো কিছু নতুন নামও শোনা যাচ্ছে। তবে নতুন কমিটিতে আসার সম্ভাবনা নেই সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ানের। নতুন কমিটিতে আসতে আগ্রহী নন বলে তিনি ইতোমধ্যে কেন্দ্রকে জানিয়ে দিয়েছেন।

 

জানতে চাইলে সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান দৈনিক পূর্বকোণকে বলেন, ‘দক্ষিণ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে আসতে আমি আর আগ্রহী নই। ইতোমধ্যে আমি এটি কেন্দ্রকে জানিয়ে দিয়েছি।’

 

২০২৪ সালের পহেলা সেপ্টেম্বর বিলুপ্ত করা হয়েছিল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। একইসাথে পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত দক্ষিণ জেলা বিএনপির নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলেও কেন্দ্রে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। একইদিন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান, ১নং যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়ার দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। যদিও তিন মাস ২৫ দিন পর গত ২৫ ডিসেম্বর এই তিন নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় সদস্য পদ ফিরিয়ে দেয় কেন্দ্র।

 

বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে, যে কোন সময় ঘোষণা হতে পারে দক্ষিণ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি। এ কমিটিতে আহ্বায়ক পদে নাম শোনা যাচ্ছে বেশ কয়েকজন বিএনপি নেতার। এরমধ্যে উল্লেখযোগ্য হলেন, জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ আলী আব্বাস, সাবেক সহ-সভাপতি আলহাজ ইদ্রিছ মিয়া, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, জেলা কমিটির সাবেক সদস্য ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ আজিজুল হক, জেলা কমিটির সাবেক সহ-সভাপতি এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন।

 

অপরদিকে, সদস্য সচিব পদে আলোচনায় আছেন সাবেক মন্ত্রী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে ও বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক লিয়াকত আলী, আনোয়ারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন এবং বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম হোছাইনী।

 

এদিকে নতুন আহ্বায়ক কমিটি নিয়ে জানতে চাইলে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম দৈনিক পূর্বকোণকে বলেন, ‘দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। আগামী যে কোন দিন ঘোষণা হতে পারে নতুন আহ্বায়ক কমিটি।’

 

প্রসঙ্গত, ২০১৯ সালের ২ অক্টোবর ৬৫ সদস্যের দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন এ কমিটিতে নগর বিএনপির তৎকালীন সিনিয়র সহ সভাপতি আলহাজ আবু সুফিয়ান আহ্বায়ক ও বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ খানকে সদস্য সচিব করা হয়েছিল। এছাড়া এ কমিটিতে আলী আব্বাসকে যুগ্ম আহ্বায়ক করা হয়। পরে তাকে বাদ দিয়ে ১নং যুগ্ম আহ্বায়ক করা হয় পটিয়ার এনামুল হক এনামকে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট