ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় নিমতলা ও শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে হাসাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন।
জানা যায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ঘন কুয়াশায় এই এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলীতে দাঁড়িয়ে থাকা মাওয়াগামী কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী আব্দুল্লাহ পরিবহনের মিনিবাসের ধাক্কায় বাসের হেল্পার জীবন শেখ ও যাত্রী রায়হান নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ১৬ যাত্রী আহত হন।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, থেমে থাকা কাভার্ডভ্যানে সজোরে ধাক্কা দেওয়া বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হেলপার ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, অমিত নামের আরেক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়। আর চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয় বলে জানান চিকিৎসক।
এদিকে, হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর হাঁসাড়ায় অন্য একটি বাস দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটি হাঁসাড়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ক্যামেলিয়া সরকার।
থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঘন কুয়াশায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পূর্বাশা পরিবহন নামক বাসটির দুই যাত্রী নিহত হয়েছেন। ভোর সাড়ে ৪টার দিকে শ্রীনগরের হাঁসাড়া এলাকার ঢাকাগামী সার্ভিস লেনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, প্রথমে তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। লাশ মিটফোর্ড হাসপাতাল রয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানান তিনি।
পূর্বকোণ/মাহমুদ