চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

২০২৪ সালে আরলা ফুডস’র তিনটি সফল লঞ্চ

বিজ্ঞপ্তি

২ জানুয়ারি, ২০২৫ | ৭:১৭ অপরাহ্ণ

দেশের শীর্ষস্থানীয় ডেইরি কোম্পানি আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড ২০২৪ সালে ৩টি ব্র্যান্ড সফলভাবে বাজারজাত করেছে। এ উপলক্ষে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম বিভাগের সকল পরিবেশক ও কর্মীবৃন্দ এই সাফল্য উদযাপন করে।
নতুন ব্র্যান্ডগুলির মধ্যে রয়েছে- ডানো ডিলাইট, আরলা ডানো’র নতুন ফুলক্রিম মিল্ক পাউডার, যা ডেজার্ট এবং বিভিন্ন ধরণের রান্নার টেস্টকে আরও বাড়িয়ে তোলার জন্যে ডেভেলপ করা হয়েছে। চায়ের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত আরলা ইজি ব্র‍্যান্ড- যেটি ১২ গ্রাম দুধ ১০ টাকার প্যাকে পাওয়া যাচ্ছে। এছাড়া ডানো রেডি ইউএইচটি বাংলাদেশে ডানো’র সর্বপ্রথম লিকুইড দুধের ব্র্যান্ড। এর বিশ্বমানের ফ্যাক্টরি ও সেরা প্রযুক্তি বাংলাদেশের ভোক্তাদের নিরাপদ তরল দুধ সরবরাহের নিশ্চয়তা প্রদান করে।
এ বিষয়ে আরলা ফুডস বাংলাদেশের হেড অফ মার্কেটিং ইয়াশনা চৌধুরী বলেন, আধুনিক বাংলাদেশিদের লাইফস্টাইল এবং প্রয়োজনকে মাথায় রেখে ডানো নতুন নতুন প্রোডাক্ট সল্যুশন নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের দুধের পুষ্টির যোগান দিতে ও একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরির লক্ষ্যে ভবিষ্যতে আরও উদ্ভাবনী পণ্য নিয়ে আসার ব্যপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট