চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ৪৩তম বিসিএসে বাদ পড়ারা

অনলাইন ডেস্ক

১ জানুয়ারি, ২০২৫ | ৪:২০ অপরাহ্ণ

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন ৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া চাকরিপ্রার্থীরা। তাদের দাবি প্রজ্ঞাপনে আবারও অন্তর্ভুক্তির।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের সামনে জড়ো হন ৪৩তম বিসিএসের গেজেট থেকে দুই দফায় বাদ পড়ারা। এরপর সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা।

৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সরকারি চাকরিতে ক্যাডার হিসেবে নিয়োগের জন্য প্রথম দফায় যাদের গেজেটভুক্ত করা হয়েছিলো, তাদের মধ্যে ১৬৮ জনের নাম বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করা হয় গত সোমবার। এই ১৬৮ জনের মধ্যে অন্তত ৭১ জন সংখ্যালঘু সম্প্রদায়ের, মানে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী বলে অভিযোগ উঠেছে।

প্রথম দফায় গত ১৫ অক্টোবর গেজেটভুক্ত ৯৯ জনকে বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করেছিলো জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন যাদের বাদ দেওয়া হয়েছিলো তার মধ্যে ৪৫ জন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেয়নি।

আর বাকি ৫৪ জন সরকারের ইচ্ছাতেই বাদ পড়েছিলো।
আর প্রথম গেজেট থেকে কাটছাঁট করে আরও ১৬৮ জনকে বাদ দিয়ে ৩০ ডিসেম্বর দ্বিতীয় গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন গেজেট প্রকাশের পর এখন এ বিসিএসে সব মিলে মোট ২২২ জন উত্তীর্ণ হয়েও বিভিন্ন ক্যাডারের চাকরিতে যোগদান করতে পারছেন না।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট