চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে দেশকে বিভক্ত করতে চায় ষড়যন্ত্রকারীরা: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২৪ | ৪:৫৬ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একদল ষড়যন্ত্রকারী সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে দেশকে দুই ভাগে বিভক্ত করতে চায়। দুনিয়ার বুকে এমন কোন জাতি নেই যারা বিভক্ত হয়ে মর্যাদা লাভ করতে পেরেছে। তারা উন্নতির শিখরে পৌঁছাতে পারেনি।

 

তিনি আরও বলেন, এই দেশটিও যেন পিছিয়ে থাকে সেজন্য ষড়যন্ত্রকারীরা সবসময় সংখ্যালঘু ও সংখ্যাগুরু দোহাই দিয়ে আমাদের বিভক্ত করতে চায়। আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত শক্তভাবে রুখে দেবে। আমাদের এখন দরকার জাতীয় ঐক্য।

 

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুরে বীরগঞ্জ উপজেলা সরকারি কলেজ মাঠের একটি পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারি আজিজুর রহমানের সভাপতিত্বে এ পথসভা হয়।

 

পথসভায় জামায়াত আমির বলেন, সাড়ে ১৫ বছর তারা চুরি-ডাকাতি করে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। আগে তারা টাকা পাঠিয়ে পরে তারা সেখানে গিয়ে হাজির হয়েছে। দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তারা কখনও দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না। জামায়াতের একে একে ১১ জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে। তারপরও জামায়াতের কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি।

 

জামায়াত আমির আরও বলেন, ৫ আগস্ট বাংলাদেশের মানুষকে স্বাধীনতা ও মুক্তি উপহার দিয়েছে তরুণরা। আগে মানুষ ভয়ের সংস্কৃতির মধ্যে ছিল। মুখ দিয়ে কথা বলতে পারতো না। স্বস্তির সাথে নিজের জীবন নিয়ে চলাফেরা করতে পারতো না।

 

তিনি বলেন, এখন মানুষ স্বস্তির সাথে সব করতে পারে। তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে কোন কথা বলতে পারতো না। কথা বললেই মানুষের জীবনে বিভীষিকাময় শাস্তি নেমে আসতো। এখন একটা সরকার ক্ষমতায় আছে। মিডিয়ার ভাইয়েরা নির্দ্বিধায় খবর পরিবেশন করতে পারে।

 

সভায় আরও বক্তব্য রাখেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাহাবুর রহমান বেলাল, দিনাজপুর জেলা আমির আনিসুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি শহিদুল ইসলাম খোকন প্রমুখ।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট