চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিমানবন্দরে আটকে দেওয়া হল বিজিবির সাবেক ডিজি মইনুলকে

অনলাইন ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২৪ | ৬:৫৩ অপরাহ্ণ

দেশের বাইরে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে।

 

মঙ্গলবার সন্ধ্যায় তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর কথা জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. গোলাম রসুল।

 

মইনুল ইসলামকে ‘অফলোড’ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তিনি দেশের বাইরে যাচ্ছিলেন, তাকে না যেতে অনুরোধ করা হয়েছে। বিডিআর বিদ্রোহের বিষয় নিয়ে গঠিত কমিশনকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য তাকে এই মুহূর্তে বিদেশ যেতে না করেছি। ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়ার পর তিনি চলে গেছেন, কোথায় গেছেন আমরা জানি না।

 

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮৭) ফ্লাইটে দুবাই হয়ে টরন্টো যাওয়ার কথা ছিল তার।

 

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর (তৎকালীন বিডিআর) সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলা ওই ঘটনার পর বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মো. মইনুল ইসলাম।

 

দেড় দশক আগে ওই হত্যাকাণ্ডের ঘটনায় ‘তদন্ত কমিশন’ গঠনে সরকারপ্রধানের সায় পাওয়ার কথা সোমবার জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

পূর্বকোণ/আরআর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট